আপনারা
অনেকেই হয়তো জানেন না যে কেন
বিচারক কোনো আসামিকে মৃত্যুদণ্ড
কার্যকর করার পর পেনের
নিব টি ভেঙে ফেলেন।
এই মৃত্যুদণ্ড কার্যকর করার যে রায়ের কপি
তে বিচারক যে পেন দিয়ে
সই করেন সেই পেন
টিকে বিচারক আদেশ পড়ে শোনানোর
পর সেটি ভেঙে ফেলেন।
এই পদ্ধতি টি সেই ব্রিটিশ
আমল থেকে চলে আসছে
। ব্রিটিশ আমলে প্রথম এই
পদ্ধতি চালু করা হয়েছিল
।
সেই
প্রথা এখনও আমাদের দেশের
আইন ব্যবস্থায় চালু রয়ে গিয়েছে
।
কিন্তু
কেন এখনও এই প্রথা
বয়ে চলেছে আমাদের আইন ব্যবস্থার মধ্যে
-
এই কলমের নিব ভেঙে ফেলা
হয় কোন একটি বিশেষ
কারণ বশত নয়। এর
একাধিক কারণ রয়েছে -
প্রথমত:
আমাদের দেশে কোন আসামিকে
মৃত্যুদণ্ড দেওয়া হয়, যখন সেই
অপরাধী জঘণ্য থেকে জঘন্যতম অপরাধ
করে থাকেন। আর এই পেন
সেই আসামিকে মৃত্যুদণ্ড দেয়; যার মাধ্যমে এটা
বোঝানো হয় যে , কলম
একজনের জীবন বা প্রাণ
নিয়ে নিয়েছে। সেই পেন যেন
আর কারোর জীবন নিতে না
পারে। সেইজন্য প্রতীকী বিষয় হিসাবে বিচারক তার পেনের নিব
টি ভেঙে ফেলেন।
দ্বিতীযতঃ
উপরের কারণ টির সাথে
দ্বিতীয় কারণ টি একে
অপরের পরিপূরক। যেহেতু বিচারক টি মৃত্যুদণ্ড দেয়
এবং সেটা থেকে যে
অপরাধ বোধ তৈরী হয়
সেটা থেকে নিজেদের দূরে
রাখার জন্য কলমের নিব
ভেঙে ফেলেন।
তৃতীয়:
যেহেতু বিচারক শেষ পর্যন্ত দোষীকে
মৃত্যুদণ্ডের সাজা শুনিয়ে দেই
সেটা বিচারক হিসেবে ফিরিয়ে নিতে পারেন না,
সেইজন্য বিচারক তার কলমের নিব
টি ভেঙে ফেলেন।
শেষ
ব্যাখ্যা: সব মৃত্যুদণ্ড ই
খুব দুঃখের । কিন্তু অপরাধী
যেহেতু চরমতম দোষ করেছেন তাই
কখনও কখনও মৃত্যুদণ্ড দেওয়া
র প্রয়োজন হয়ে পড়ে। যাতে
এই কলম দ্বিতীয় কোন
ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে না পারে
সেইজন্য বিচারক পেনের নিবটি ভেঙে ফেলেন।