শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

আপনার সন্তানের বুদ্ধির বিকাশ কিভাবে ঘটাবেন ??

 https://amzn.to/3KHLreQ

একজন অভিভাবক হিসেবে সন্তানের উৎকর্ষতার দিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হয়। আমরা সকলেই আমাদের সন্তানের মেধার বিকাশের জন্য কত কিছুই না চিন্তা করি। 

কোন কোন খাওয়ার প্রতিনিয়ত খেলে ছেলে-মেয়েদের বুদ্ধির বিকাশ ঘটতে থাকবে সেই গুলি নীচে আলোচনা করা হল। 

১. পার্শে মাছ : পার্শে মাছের মধ্যে প্রচুর পরিমানে ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড  থাকে যা বুদ্ধির বিকাশ এবং কার্যক্রম বাড়ানোর জন্য খুব প্রয়োজনীয়।বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যারা প্রতিনিয়ত খাদ্যের মধ্যে ফ্যাটি অ্যাসিড যুক্ত খাদ্য খেয়ে থাকেন তাদের বুদ্ধি খুবই তীক্ষ্ণ হয় এবং মানসিক পরীক্ষায় তাদের পারফরমেন্স ভালো হয়। 



২. ডিম একটি দুর্দান্ত প্রোটিন উত্স হিসাবে সুপরিচিত - তবে ডিমের কুসুমগুলিও কোলিনযুক্ত, যা স্মৃতি বিকাশে সহায়তা করে।

প্রতিনিয়ত আপনার সন্তানের খাওয়ার এর সাথে একটি করে ডিম অবশ্যই রাখা উচিত।



৩. চিনাবাদাম এবং চিনাবাদাম মাখন এর মধ্যে প্রচুর পরিমানে ভিটামিন ই থাকে, শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়িয়ে দেয় যা স্নায়ুর ঝিল্লিকে সুরক্ষা দেয়। আপনার সন্তান সবসময় চঞ্চল এবং উৎসাহী থাকবে। 



৪. ওট  / ওটমিল : এর মধ্যে প্রচুর পরিমানে ভিটামিন বি, ভিটামিন সি, পটাসিয়াম এবং জিঙ্ক থাকে যা আমাদের দেহ এবং মস্তিষ্কের কার্যক্ষমতা প্রচুর পরিমানে বাড়িয়ে দেয়। 

এর মধ্যে আরও প্রকার পরিমানে ফাইবার থাকে যা অফুরন্ত শক্তি যোগায় যা বাচ্ছাদের স্কুলে যাওয়ার আগে খুবই প্রয়োজনীয়। 




৫.বিনস : বিনসের মধ্যে অনেক পরিমানে প্রোটিন, ভিটামিন এবং মিনারেল থাকে যা শিশুমনের চিন্তা করার ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় এবং তাদেরকে সবসময় চঞ্চল রাখে। 

কিডনি এবং পিন্টো প্রকারের বিনসের মধ্যে প্রচুর পরিমানে ওমেগা-৩ থাকে যা বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করে। 


৬.দুধ এবং দই : দুধ এবং দই এর মধ্যে প্রচুর পরিমানে প্রোটিন এবং ভিটামিন-বি থাকে যা মস্তিষ্কের টিসু, নিউরোট্রান্সমিটার এবং এনজাইম বাড়াতে সাহায্য করে। 

প্রতিনিয়ত আমাদের দুধ এবং দই খাওয়ার অভ্যাস করে তুলতে হবে শিশুদের মধ্যে। 




শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

যৌবন ধরে রাখতে এই খাবারগুলি প্রতিদিন সঙ্গে রাখুন

জীবন সতেজ রাখতে এইসব খাবার সঙ্গে রাখুন... যৌবন কে সতেজ রাখতে আমরা প্রতিনিয়ত কত কিছুই না করি। কিন্তু আপনি কি জানেন এইসব খাবার গুলি আপনার প্রতিদিনের খাবারের সাথে থাকলে আপনি দীর্ঘ সময় যৌবন ধরে রাখতে পারবেন। জেনে নিন যে খাবার গুলো আপনি প্রতিনিয়ত খেলে আপনি ধরে রাখতে পারবেন আপনার যৌবন। 

 রসুন: রসুনের মধ্যে রয়েছে এলিসিন নামক একটি উপাদান যেই উপাদান টি শরীর এর মধ্যে দৈহিক ইন্দ্রিয়গুলো তে রক্তের সঞ্চালন বৃদ্ধি করে। যদি আপনার কোন দৈহিক সমস্যা থাকে তাহলে এখনই আপনি রসুন খাওয়া শুরু করুন।


 স্ট্রবেরী/ব্ল্যাকবেরি: এই দুটি খাবার আপনার শরীর এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার শরীর এর ইমিউনিটি পাওয়ার প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়।


 ডার্ক চকোলেট: যারা চকলেট খেতে খুব ভালো বাসে তাদের জন্য ডার্ক চকলেট খুবই লোভনীয়। সেই সঙ্গে ডার্ক চকলেট এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে যা আপনার যৌবন শক্তি ধরে রাখতে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। তাছাড়া ডার্ক চকলেট প্রতিদিন যদি আপনি একটু করে খান তাহলে ডার্ক চকলেট আপনার বয়স ধরে রাখতে সাহায্য করবে।


 অলিভ অয়েল : এই অয়েল আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করবে। এই তেল খেলে শরীর এর কোলেস্টরেল এর পরিমান কমে যায় যার ফলে আপনার শরীরে মেদ জমে না। তাছাড়া রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি প্রতিদিন অলিভ অয়েল আপনার ত্বকে মেখে ম্যাসাজ করেন তাহলে আপনার ত্বকে বলিরেখা সহজে আসবে না। 


 কমলালেবু : কমলালেবু খাওয়া শরীর এর জন্য খুবই উপকারী। যদি আপনি প্রতিনিয়ত একটি করে কমলালেবু আপনার খাবারের টেবিল এ রাখেন তাহলে আপনার শরীর খুবই সতেজ থাকবে কারন এতে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে। ত্বক টানটান রাখতে চান তাহলে আপনাকে কমলালেবু অবশ্যই খেতে হবে।


 রঙ্গীন শাক-সবজি : রঙ্গীন শাক - সবজি তে থাকে প্রচুর পরিমানে ভিটামিন সি যা আপনার শরীরের প্রয়োজনীয় শক্তি সঞ্চয়ের চাহিদা মেটায় এবং শরীর কে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত আপনি যদি রঙ্গীন শাক- সবজি খান তাহলে আপনার যৌবন থাকবে অটুট। 


 ফলমূল: বিভিন্ন ধরনের ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট, ফাইবার যা আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে যা আপনাকে সহজে দুর্বল করে না। তাই আপনি যদি যৌবন সমন্ধে সচেতন হন তাহলে নিয়মিত ফল খাওয়ার অভ্যাস করুন। 


 সামুদ্রিক মাছ: সামুদ্রিক মাছ আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করে। আপনি যদি দীর্ঘ মেয়াদী যৌবন ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় লাল মাংস বাদ রেখে সামুদ্রিক মাছ রাখতে হবে। তাতে আপনার শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে এবং ধরে রাখা যাবে বহুদিন।


আপনার সন্তানের বুদ্ধির বিকাশ কিভাবে ঘটাবেন ??

  https://amzn.to/3KHLreQ একজন অভিভাবক হিসেবে সন্তানের উৎকর্ষতার দিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হয়। আমরা সকলেই আমাদের সন্তানের মেধার বিকাশের ...