ব্রেকআপের প্রায়
দুই
বছর
পর . . . আরিফ
সানিয়াকে ফোন দেয় আরিফ: হ্যালো হ্যালো সানিয়া: কে বলছেন আরিফ: জানতাম তুমি আমাকে চিনতে পারবে
না। কারণ তোমার সাথে আর কথা হয়না। সানিয়া: কে আপনি ফোন করছেন ? আরিফ: তোমার সেই পাগল ছেলেটা যে তোমাকে পাগলের
মতো ভালো বাসতো। যাকে তুমি বাবু বাবু বলে ডাকতে। সানিয়া: ও আপনি ফোন
দিয়েছেন কেন
আমি ফোন রাখলাম। আরিফ: একটু দারাও একটু কথা বলবো
শুধু তোমার সাথে। খুব দরকারী কথা রয়েছে তোমার সঙ্গে যেটা
পরে আমি বলতে পারবো না পরে আর। প্লিজ ফোন টা
রাখবে না। সানিয়া: আমি অপরিচিত কারোর সাথে কথা
বলিনা। আরিফ: এক সময় তো
অনেক পরিচিত ভাবতে
আমাকে। এখন অপরিচিত লাগছে আমাকে। সানিয়া: নিশ্চুপ আরিফ: কালকে তোমার বিয়ে তাইনা। এখন তাহলে আগামীর স্বপ্নে নিশ্চয় বিভোর। সানিয়া: শুনেছেন তাহলে আবার বলছেন
কেন। আরিফ : তোমার মুখ থেকে শুনতে চাই। সানিয়া:ঠিকই শুনেছেন কাল আমার বিয়ে
কি বলবেন তাড়াতাড়ি বলেন। আমার এখন অনেক কাজ আছে। কথা বলার সময়
নেই। আরিফ: তোমার সাথে যেদিন শেষ বার কথা
হয় একটা কথা বলেছিলাম মনে
আছে। সানিয়া: কি কথা বলেছিলেন।
মনে নেই আমার । আরিফ: ও মনে নাই
বলেছিলাম তোমার যেদিন
বিয়ে হবে সেদিন আমিও এই দুনিয়া
থেকে হারিয়ে যাবো। সানিয়া: শুধু শুধু পাগলামি করবেন
না। আরিফ: সত্যি আমার কপাল টা একেবারেই খারাপ।
ভেবেছিলাম আমার মুখে মৃত্যুর
কথা শুনে তুমি বলবে(তুমি কি ভাবছো তুমি
মরে গেলে আমি বেঁচে থাকবো) আর কি
বলবো তুমিতো আমাকে কোনোদিন ভালোই
বাসোনি। সানিয়া: নিশ্চুপ আরিফ :জানো আজ আমি একা
হয়ে গেছি একেবারেই
একা। এখন আমার কাছে শুধুই হতাশা। বাড়ি
থেকে ঝগড়া করে চলে
এসেছি। আমি থাকতে নাকি আমার পরিবারের
সকলেরই সমস্যা হয়। বলেছি
কোনোদিনো তোমাদের বাড়িতে আসবোনা।
আমাকে নিয়ে তোমাদের চিন্তা করার
দরকার নেই। আমাকে নিয়ে ভাবতেও হবে না। (উত্তেজনা
কন্ঠে) সানিয়া: এরকম ভাবে কথা বলছেন কেন ? আরিফ: বিষ খেয়েছি তো তাই একটু
কষ্ট হচ্ছে।সমস্যা
নাই একটু পরেই নিশ্চুপ হয়ে
যাবো। সানিয়া : কি...কি...কেন এরকম করছো(কান্না কন্ঠে) ? আরিফ: জানো আমার অনেক কষ্ট হচ্ছে। আমি আর বেঁচে থাকতে চাইনা। বেঁচে থাকার
মন নেই। সানিয়া: তুমি এখন কোথায় আছো।(কান্না কন্ঠে) আরিফ: আমি বলতে পারবো না আর জেনে কোনো
লাভ নেই আমাকে বাচাতে পারবেনা। মৃত্যুর
আগে একটু কথা বলবো তোমার সাথে
শুনবে।(কান্না স্বরে) সানিয়া: বলো বলো আরিফ: এই পাগলি এত
কান্না করছো কেন একদম
কাদবে না। তোমার এখন কাঁদার সময় নয়। জানো
অনেক স্বপ্ন ছিল
। তোমাকে
নিয়ে (উত্তেজনা সুরে) তোমার কোলে মাথা
রেখে ঘুমাবো ...আমার
সময় শেষ ভালো থেকো,
জানো আমার অনেক কষ্ট হচ্ছে। সানিয়া: (কান্নাস্বরে ) তুমি কেন এরকম করলে আরিফ:কোনো কথা বলেনা। সানিয়া: হ্যালো হ্যালো ..হয়তো ছেলে সারাজীবনের জন্য ঘুমিয়ে পড়েছে- হ্যা
এটাই ছেলেদের ভালোবাসা যা কখনো কোন
মেয়ে বুঝে না.... #সত্যিকারের ভালোবাসা# |
Thank You! For Being Somebody Special |
||
|
|
||
|
See you soon.. |
|
|
|
|
|
|
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
ব্রেকআপের প্রায় দুই বছর পর😢😢😢😢😢
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আপনার সন্তানের বুদ্ধির বিকাশ কিভাবে ঘটাবেন ??
https://amzn.to/3KHLreQ একজন অভিভাবক হিসেবে সন্তানের উৎকর্ষতার দিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হয়। আমরা সকলেই আমাদের সন্তানের মেধার বিকাশের ...
-
গত ১০ বছরে কোন দিন আমাকে রোহিতের কাছ থেকে শুনতে হয়নি , তানিয়া , এই পোশাক পরবে না। সালোয়ার কামিজ , শাড়ি , ফতুয়া , টিশার্ট , না...
-
জীবন সতেজ রাখতে এইসব খাবার সঙ্গে রাখুন... যৌবন কে সতেজ রাখতে আমরা প্রতিনিয়ত কত কিছুই না করি। কিন্তু আপনি কি জানেন এইসব খাবার গুলি আপনার প্...
-
https://amzn.to/3KVkpRu মামাতো বোন যখন বউ শেষ পর্ব আমি: তাই নাকি??? তনু: হ্যা। আমি: তুমি তো আমার থেকেও দুষ্টু তাহলে। তনু: আপনার থেকে একটু ক...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন